Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

পবিপ্রবিতে ভর্তি পরীক্ষা ২ ডিসেম্বর, প্রতি আসনে লড়বে ১৯ জন

প্রেস বিজ্ঞপ্তি : | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

 পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ অনার্স ভর্তি পরীক্ষা আগামী ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সফলভাবে সম্পন্নের লক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। এবারের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বে ১৯ জন। এ বছর ৩টি অনুষদের ৬১৭ টি আসনের বিপরীতে মোট ১২ হাজার ৩৯ জন শিক্ষার্থী আবেদন করেছে। ‘এ’ ইউনিটে (কৃষি, এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন, মৎস্য বিজ্ঞান, দুর্যোগ ব্যবস্থাপনা ও নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স অনুষদ) ১টি আসনের বিপরীতে ১২ জন, ‘বি’ ইউনিটে (ব্যবসায় প্রশাসন ও ব্যবস্থাপনা অনুষদ) ২৪ জন এবং ‘সি’ ইউনিটে (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদ) ৬৪ জন পরিক্ষার্থী প্রতিদ্ব›িদ্বতা করবে বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-পরিচালক মো. মাহফুজুর রহমান সবুজ জানান। ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ২২ নভেম্বর থেকে ৩০ নভেম্বর ডাউনলোড করা যাবে। পরীক্ষার ফল বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েব সাইটে (www.pstu.ac.bd ) প্রকাশ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ