Inqilab Logo

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

এফবিসিসিআই সভাপতির সাথে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৮ জুন, ২০২২, ৭:১১ পিএম
এফবিসিসিআই সভাপতি মোঃ জসিম উদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা তাসনিম মুনা।
 
হাইকমিশনার জানান, ব্রেক্সিট পরবর্তী সময়ে যুক্তরাজ্য পণ্যের সাপ্লাই চেইন ব্যাহত হচ্ছে। তাই এখনই দেশটির মূল ধারার পণ্যবাজারে সংযুক্ত হবার জন্য বাংলাদেশের জন্য সূবর্ণ সময়।
 
এসময় বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ককে আরো জোরদার করতে এ সংক্রান্ত সমস্যা ও সম্ভাবনা নিয়েও কথা বলেন তারা।
এফবিসিসিআইর সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহ-সভাপতি এম এ মোমেন, মোঃ আমিন হেলালী, মোঃ হাবিব উল্লাহ ডন, এম এ রাজ্জাক খান, পরিচালকবৃন্দ ও মহাসচিব  মোহাম্মদ মাহফুজুল হক উপস্থিত ছিলেন।
 
সাক্ষাৎ শেষে এফবিসিসিআইর মুজিব কর্ণার পরিদর্শন করেন হাই কমিশনার ও ভিজিটরস বুকে স্বাক্ষর করেন।
 


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাক্ষাৎ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ