Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

রেলওয়ে এবং ডরপ-পাথমার্কের মধ্যে চুক্তি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বাংলাদেশ রেলওয়ের দোহাজারী হতে রামু হয়ে কক্সবাজার এবং রামু-হতে মায়ানমারের কাছে গুনদুম পর্যন্ত  সিংগেল লাইন ডুয়েলগেজ ট্র্যাক নির্মাণ প্রকল্প বাস্তবায়নের লক্ষে দোহাজারী-কক্সবাজার সেকশনে ভূমি অধিগ্রহণ করা হবে। এ কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন কর্মসূচি বাস্তবায়নের জন্য বাংলাদেশ রেলওয়ে এবং বেসরকারি সংস্থা ডরপ-পাথমার্ক এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল সোমবার সকালে রেলভবনে বাংলাদেশ রেলওয়ের জেনারেল ম্যানেজার এবং প্রকল্প পরিচালক মো: মাহ্বুবুুল হক বক্শী এবং ডরপ এর প্রধান নির্বাহী কর্মকর্তা এ এইচ এম নোমান এই চুক্তিতে স্বাক্ষর করেন। প্রকল্পের পুনর্বাসন কর্মসূচি যৌথভাবে বাস্তবায়ন করবে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পুয়র (র্ডপ) এবং পাথমার্ক এসোসিয়েটস লি:। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো: আমজাদ হোসেন, অতিরিক্ত প্রকল্প পরিচালক মো: মফিজুর রহমান, র্ডপ এর চেয়ারম্যান মো: আজহার আলী তালুকদার, পুনর্বাসন বিশেষজ্ঞ মো: সাইফুল্লাহ, ও পাথমার্ক এসোসিয়েটস লি: এর সিনিয়র উপদেষ্টা মো: নাজমুল ইসলাম পাটওয়ারী উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ