Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

এমন স্বপ্ন না দেখাই ভালো

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জুন, ২০২২, ১২:০২ এএম

গ্রিসকে আবারও হুঁশিয়ারি বার্তা দিলেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। এজিয়ান সাগরে এক সামরিক মহড়ার শেষ দিনে গ্রিসের উদ্দেশে এরদোগান বলেন, এমন স্বপ্ন দেখা বাদ দিন যার কারণে পরে আফসোস করতে হবে। আমি মোটেই মজা করছি না। আমি অত্যন্ত জোর দিয়েই এ কথা বলছি। আল-জাজিরার খবরে জানানো হয়েছে, বৃহস্পতিবার ছিল তুরস্কের ওই মহড়ার শেষ দিন। এ দিনকেই এরদোগান গ্রিসকে সাবধান বার্তা দিতে বেছে নিয়েছেন। এজিয়ান সাগরে গ্রিস সামরিকিকরণ করছে বলে বহু দিনের অভিযোগ তুরস্কের। সে কথাই আবারও বললেন তুর্কি প্রেসিডেন্ট। পশ্চিমাঞ্চলীয় ইজমির প্রদেশ থেকে দেয়া তার ভাষণ টেলিভিশনে প্রচারিত হয়। এতে তিনি গ্রিসের উদ্দেশ্যে বলেন, এমন সব স্বপ্ন দেখা, কর্মকাÐ কিংবা বিবৃতি দেবেন না যা নিয়ে পরে আফসোস করতে হয়। বাস্তবতায় ফিরে আসুন। এজিয়ান সাগরে গ্রিসের সামরিক উপস্থিতি বাড়ানোর নিন্দা জানান এরদোগান। তিনি একে আন্তর্জাতিক চুক্তির লংঘন বলে আখ্যায়িত করেন। এরদোগান বলেন, গ্রিসের প্রতি আমি এখানকার দ্বীপগুলোতে অস্ত্র মোতায়েন বন্ধ করার আহŸান জানাচ্ছি। আন্তর্জাতিক চুক্তিতে যা আছে, তা অনুসরণ করতে হবে। আমি মজা করছি না, জোর দিয়ে বলছি। তুরস্ক এখন এ নিয়ে দৃঢ়প্রতিজ্ঞ। উল্লেখ্য, তুরস্ক এবং গ্রিস উভয়েই সামরিক জোট ন্যাটোর সদস্য। কিন্তু তারপরেও এই দুই দেশের মধ্যে বিভিন্ন ইস্যুতে দ্ব›দ্ব রয়েছে। সমুদ্রসীমা নিয়ে দুই দেশ সা¤প্রতিক বছরগুলোতে একাধিকবার মুখোমুখী অবস্থানে পৌঁছে গিয়েছিল। গত ২০শে মে এজিয়ান সাগরে মহড়া শুরু করে তুরস্ক। এতে অংশ নেয় ১০ হাজার সেনা। আমন্ত্রণ জানানো হয় আরও ৩৭ দেশের সেনাবাহিনীকেও। একে উস্কানি হিসেবে আখ্যায়িত করেছে এথেন্স। আল-জাজিরা।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এরদোগান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ