ফেসবুকে লাইভে এসে প্রধানমন্ত্রীকে গালি দেওয়া সেই যুবক গ্রেফতার

তেলের মূল্য বৃদ্ধি হওয়ায় ফেসবুক লাইভে এসে প্রধানমন্ত্রীকে গালি দেওয়ায় আবু তালেব নামের সেই যুবককে
বরগুনার তালতলীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৫ নং বড়বগী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী মো. আলমগীর মিয়া (আলম মুন্সিকে) ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার (১৩ জুন) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আল নূর এ অর্থ দণ্ডাদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, সদর ইউনিয়নের নৌকা মার্কার প্রার্থী নির্বাচনী প্রচারণার জন্য মিছিল ও শ্লোগান করে আসছিল। এ অভিযোগে আদালত এ দণ্ডাদেশ দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আল নূর জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ২০১৬ এর (৩১) ১১ ও ২ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় তিনি আরও বলেন, নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন যে প্রার্থী করবে তাকেই শাস্তির মুখোমুখি হতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।