Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

৩০টি দাবানলে পুড়েছে ১০ লাখ একর জমি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জুন, ২০২২, ১২:০৩ এএম

যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানল দেখা দিয়েছে। তাপমাত্রা বৃদ্ধি ও শুকনো আবহাওয়ার কারণে দেশটিতে গত কয়েকদিন ধরে ৩০টির মতো দাবানল চলছে। এরই মধ্যে নিরাপত্তার স্বার্থে কয়েক হাজার মানুষকে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। ন্যাশনাল ইন্টারএজেন্সি ফায়ার সেন্টারের দেওয়া তথ্যমতে, যুক্তরাষ্ট্রে সোমবার পর্যন্ত ৩০টির মতো দাবানল ছিল। এরমধ্যে ক্যালিফোর্নিয়ার অ্যাঞ্জেল ন্যাশনাল ফরেস্টে লাগা দাবানলের নাম দেওয়া হয়েছে শিপ ফায়ার। এই দাবানলে ৫টি রাজ্যের প্রায় ১০ লাখ একর জমি ইতোমধ্যে পুড়ে গেছে। দাবানলের কারণে অ্যারিজোনা এবং দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে সাধারণ মানুষদের সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে। ক্যালিফোর্নিয়া ফায়ার সার্ভিসের তথ্য মতে, সোমবার রাত পর্যন্ত শিপ ফায়ার ১৯ শতাংশ নিয়ন্ত্রণে ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বড়বড় সব গাছে আগুন জ্বলতে দেখা গেছে। এছাড়া দমকল বাহিনীর কর্মীদের আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে দেখা গেছে। অপর এক ভিডিওতে আগুন যাতে বেশি দ্রæত ছড়াতে না পারে সে জন্য বিমান থেকে পানি ফেলতে দেখা গেছে। দ্য নিউ ইয়র্ক টাইমস।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দাবানল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ