Inqilab Logo

বুধবার, ১৭ আগস্ট ২০২২, ০২ ভাদ্র ১৪২৯, ১৮ মুহাররম ১৪৪৪

সেই সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার প্রশ্নই ওঠে না

ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ জুন, ২০২২, ১২:০৩ এএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রশ্নের সুরে বলেন, পদ্মা সেতুর প্রথম ভিজিবিলিটি রিপোর্ট করে বিএনপি ১৯৯৪/১৯৯৫ সালে। সেই সময় ভিজিবিলিটি রিপোর্ট অনুসারে সাড়ে ৮ হাজর কোটি টাকা ব্যয় ধরা হয়। আর এখন সেতু নির্মাণে খরচ হয়েছে ৩০ হাজার কোটি টাকা? এতো টাকা কোথায় গেলো? তিনি অভিযোগ করে বলেন, পদ্ম সেতুর টাকা দিয়ে আরো ৩টি পদ্মা সেতু বানানো যেতো।

গতকাল মঙ্গলবার ঠাকুরগাঁও বিএনপি কর্যালয়ে মহিলা দলের আয়োজনে মতবিনিময় সভায় এসব অভিযোগ করেন মির্জা ফখরুল। তিনি আরো বলেন, সরকার জনগণের জন্য উন্নয়ন করছেনা, নিজেদের পকেট ভরতে ও টাকা পাচার করতে উন্নয়ন করছে, সেখানে সাধারণ জনগণের কোনো উন্নয়ন নেই। এই দেশে শতকরা ৪২% মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে। লোক দেখানো উন্নয়নের নামে ৩ পদ্মা সেতুর টাকায় এক পদ্মা সেতু বানান? এই টাকার হিসাব চাই আমরা, এটাই হচ্ছে এখন বড় ইস্যু।

কুমিল্লার সিটি নির্বাচন নিয়ে ফখরুল আরো মন্তব্য করেন, নির্বাচনী নিয়ম নীতি অনুসরণ করে একজন সাংসদকে নির্বাচনী এলাকা থেকে বের করতে পারেনি নির্বাচন কমিশন, এ থেকে বোঝা যায় নির্বাচন কমিশন কতটা ব্যর্থ, কতটা অসহায়। পদ্মা সেতুর উদ্বোধনে বিএনপির অংশগ্রহণ নিয়ে মির্জা ফখরুল আরো বলেন, যে সেতু থেকে বেগম জিয়াকে ফেলে দিয়ে হত্যার হুমকি দেয় প্রধানমন্ত্রী, সেই অনুষ্ঠানে যাওয়ার প্রশ্নই ওঠেনা। এসময় উপস্থিত ছিলেনÑ জেলা মহিলা দলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস, বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন সহ অন্যান্য নেতা কর্মীবৃন্দ। 

Show all comments
 • আলিফ ১৫ জুন, ২০২২, ৬:১২ এএম says : 0
  পদ্মা সেতু আমাদের গর্বের বিষয়।
  Total Reply(0) Reply
 • আলিফ ১৫ জুন, ২০২২, ৬:১৩ এএম says : 0
  পদ্মা সেতুর জনগণের টাকা দিয়ে নির্মাণ করা হয়েছে। তাহলে টোল এত বাড়তি করা হবে কেনো। আমরা টোল কমানোর দাবি জানাই।
  Total Reply(0) Reply
 • আলিফ ১৫ জুন, ২০২২, ৬:১৪ এএম says : 0
  এ সেতু নিয়ে রাজনীতি না করে সব দলকে সহানুভূতি করে দাওয়াত দিলে তারা যেতো। এখনো সময় আছে সব দলকে নেওয়ার ব্যবস্থা করেন।
  Total Reply(0) Reply
 • ইমরান ১৫ জুন, ২০২২, ৬:১৭ এএম says : 0
  বিএনপি দেশের বৃহৎ একটি দল। তাদেরকে সেতু উদ্বোধনের দিন রাখতে পারলো ভালো হতো।
  Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মির্জা ফখরুল


আরও
আরও পড়ুন