রাউজানে পুকুরে ডুবে শিশুর মৃত্যু!
চট্টগ্রামের রাউজানে পুকুরে বড়শি দিয়ে মাছ ধরার সময় পানিতে ডুবে মো. জিহাদ (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় উপজেলার
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বিলের পানিতে ডুবে ওই বিলের পাহাড়াদার মোবারক হোসেন (৬০) নামের একজনের নিখোঁজ হন।
পরে আজ বুধবার (১৫ জুন ) সকাল নয়টার দিকে জাল ফেলে মোবারকের মৃত দেহ উদ্ধার করা হয়।
উপজেলার পাইকেরছড়া ও বঙ্গ সোনাহাট ইউনিয়নে অবস্থিত পাইকের ছড়া বিলে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে। মৃত ওই ব্যক্তি দক্ষিণ ভরতেরছড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সুত্রে জানা গেছে, মঙ্গলবার (১৪ জুন) রাতের খাবার খাওয়ার জন্য মোবারক হোসেন নিজ বাড়িতে যান। খাওয়া শেষে রাত নয়টার দিকে তিনি বিলে ফিরে এসে দেখেন বৃষ্টি ও বাতাসে ঘাটের নৌকা বিলের মাঝখানে চলে গেছে। পরে তার গায়ের জামা কাপড় খুলে পাড়ে রেখে সাতার কেটে নৌকা আনতে গিয়ে পানিতে ডুবে যান বলে ধারনা করা হচ্ছে। নৌকা খালি ও বিলের পাড়ে কাপড় দেখে স্থানীয়দের সন্দেহ হলে এলাকাবাসী বিভিন্ন প্রকার জাল ফেলে খোঁজাখুঁজির পরে তার মরদেহ জালে আটকা পরে। তিনি আট হাজার টাকা মাসিক বেতনে ওই বিলের পাহারাদারের দায়িত্ব পালন করতেন।
ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। কোন অভিযোগ না থাকায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।