ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনা আহত ১৫

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে মহাসড়কে দুই বাসের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কেয়াটখালী এলাকায়
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৭ যাত্রী নিয়ে চট্টগ্রাম থেকে মদিনায় গেল সরাসরি প্রথম হজ ফ্লাইট। গতকাল বুধবার বেলা ১টা ৪১ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭-৩০০ ইআর ফ্লাইট চট্টগ্রাম ছাড়ে। বাংলাদেশ বিমান ও বিমানবন্দরের কর্মকর্তারা হজ যাত্রীদের বিদায় জানান। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তারা জানান, এবার চট্টগ্রাম-জেদ্দা রুটে ৯টি এবং চট্টগ্রাম-মদিনা রুটে ২টি হজ ফ্লাইট পরিচালনা করবে বিমান। আজ বৃহস্পতিবার আরেকটি হজ ফ্লাইট চট্টগ্রাম থেকে মদিনা যাওয়ার কথা রয়েছে।
বিশেষ এসব ফ্লাইটের পাশাপাশি নিয়মিত ফ্লাইটেও হজ যাত্রীরা যেতে পারবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।