Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

নরসিংদীতে বাস-ট্রাক-প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জুন, ২০২২, ১১:৩১ এএম

নরসিংদীর দগরিয়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে বাস, ট্রাক ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাসচালক রব মিয়া (৩৫) ঘটনাস্থলেই নিহত হন। এ সময় আহত হন আরও অন্তত ১৫ জন।

শুক্রবার (১৭ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে। নরসিংদী হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক হায়দার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

নরসিংদী হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সিলেট থেকে ঢাকাগামী আল-মোবারকা পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। বাসটি নরসিংদীর দগরিয়া নামক স্থানে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা ভৈরবগামী একটি প্রাইভেটকার ও একটি ট্রাক ওভারটেকিং করার সময় তাদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। এ ঘটনায় বাসচালক রব মিয়া ঘটনাস্থলেই নিহত হন।

নরসিংদী হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হায়দার আলী জানান, মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া আহতদের উদ্ধার করে নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ