যশোরে ছিনতাইয়ের প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ জন আটক
যশোরের ঝিকরগাছায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে একটি বিদেশী পিস্তল ও এক রাউন্ড গুলিসহ তিন ছিনতাইকারীকে আটক করেছে র্যাব। রবিবার বেলা পৌনে ১১ টায় উপজেলার পারবাজার এলাকা থেকে
যশোরে বাবার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর শুনে ছেলে ট্রেনের নিচে মাথা দিয়ে আত্মহত্যা করেছেন। নিহত বাবার নাম সিরাজুল ইসলাম (৬০) ও ছেলের নাম সোহেল হোসেন (২৮)।
নিহতরা যশোর সদর উপজেলার সুলতানপুর গ্রামের বাসিন্দা। শুক্রবার (১৭ জুন) দুপুর ২টার দিকে যশোর সদর উপজেলার সুলতানপুর গ্রামে মাঠের মধ্যে ও দুপুর ৩ টার দিকে মণিরামপুরের সুতিঘাটা রেললাইনের ওপর এ ঘটনাটি ঘটেছে।
পুলিশ নিহত বাবা ও ছেলের লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
যশোরের চাঁদপাড়া পুলিশ ক্যাম্পের আইসি এসআই আমিনুল ইসলাম বলেন, সিরাজুল ইসলামে একটি মাত্র ছেলে সোহেল আর তিনটি মেয়ের মধ্যে দুইজনের বিয়ে হয়েছে। পারিবারিক কলহের কারণে দুপুরে বাড়ির পাশে মাঠের মধ্যে একটি মেহগুনি গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ খবর শুনে ছেলে দুপুর ৩ টার দিকে সুতিঘাটায় চলন্ত ট্রেনের নিচে মাথা দিয়ে আত্মহত্যা করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।