কুবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় আটক ১
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মাইন উদ্দিন নামের এক অটোরিকশা চালককে আটক করেছে পুলিশ। রবিবার (১৪ আগস্ট) দুপুর আড়াইটার দিকে সালমানপুর এলাকা থেকে
নগরীর ইপিজেড এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মোস্তফা (৫০) নামে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। নিহত মোস্তফা ওই এলাকার মৃত আবদুল সরকারের ছেলে। শুক্রবার রাত ৮টার দিকে ইপিজেড থানার ব্যাংক কলোনির ফারুক বিল্ডিংয়ে এ দুঘটনা ঘটে।
নিহতের স্ত্রীর বরাত দিয়ে পুলিশ জানিয়েছে বেপজা মেডিকেলের পাশে বিদ্যুতের লাইনের কাজ করতে গিয়ে ইলেকট্রিক শকে আহত হন মোস্তফা। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে চমেক হাসপাতালের ওয়ানস্টপ ইমাজেন্সি কেয়ারে নিয়ে ২৮নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে রাত পৌনে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।