Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আজ থেকে শুরু সার্ভিসেস কাবাডি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২০ জুন, ২০২২, ১২:০০ এএম

দেশের সার্ভিসেস দলগুলোর অংশগ্রহণে আজ থেকে শুরু হচ্ছে রানার সিনিয়র সার্ভিসেস কাবাডি লিগের খেলা। গেল আসরে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ নৌবাহিনী। এবার শিরোপা অক্ষুণœ রাখার মিশন তাদের। শিরোপা প্রত্যাশী দুই দল নৌবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ম্যাচ দিয়ে পল্টনের কাবাডি স্টেডিয়ামে শুরু হচ্ছে এই লিগ। খেলা শুরু হবে বিকাল ৪টায়। একই ভেন্যুতে বিকাল ৫টায় পরের ম্যাচে গত আসরের রানার্সআপ সেনাবাহিনীর প্রতিপক্ষ বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। বিগত আসরগুলোর মতো এবারও সাতটি বাহিনীর দল অংশ নিচ্ছে সার্ভিসেস লিগে। অন্য দল তিনটি যথাক্রমে বিমান বাহিনী, পুলিশ ও বাংলাদেশ জেল। ৩ জুলাই নৌবাহিনী ও সেনাবাহিনীর মধ্যকার ম্যাচ দিয়ে শেষ হবে সার্ভিসেস লিগের খেলা। লিগ পদ্ধতির খেলা শেষে শীর্ষ পয়েন্টধারী দল পাবে চ্যাম্পিয়ন শিরোপা। আজ লিগের উদ্বোধন করবেন বাংলাদেশ কাবাডি ফেডারেশন সহ-সভাপতি ইয়াসির আহমেদ খান। এসময় উপস্থিত থাকবেন রানার গ্রুপের হেড অব মিডিয়া ওয়াহিদ মুরাদ ও ফেডারেশনের কর্মকর্তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাবাডি


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ