রাউজানে পুকুরে ডুবে শিশুর মৃত্যু!
চট্টগ্রামের রাউজানে পুকুরে বড়শি দিয়ে মাছ ধরার সময় পানিতে ডুবে মো. জিহাদ (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় উপজেলার
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন এন্ড রিসার্চ (আই আই ই আর) ভবনের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২১ জুন) বেলা সাড়ে ১১ টার দিকে নাম ফলক উন্মোচনের মধ্য দিয়ে ভবনের উদ্বোধন করেন ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম। পরে সেখানে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে আইআইইআরের পরিচালক প্রফেসর ড. মেহের আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়া। এছাড়াও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. আতাউর রহমান, প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন, বঙ্গবন্ধু হল প্রভোস্ট প্রফেসর ড. মাহবুবুল আরফিনসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলা বিভাগের প্রফেসর ড. রবিউল হোসেন।
বিশ্ববিদ্যালয় ভিসি প্রফেসর ড. আবদুস সালাম বলেন, সামনে এগিয়ে যাওয়ার এই ধারাবাহিকতায যেন অব্যাহত থাকে। তিনি আইআইইআর-কে কর্মক্ষেত্রের সাথে সম্পর্কিত আরও কোর্স চালু করার পরামর্শ দেন। নিজস্ব অর্থায়নে নিজস্ব ভবন নির্মাণের জন্য উপাচার্য ইনস্টিটিউটটিকে ধন্যবাদ জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।