Inqilab Logo

রোববার, ১৪ আগস্ট ২০২২, ৩০ শ্রাবণ ১৪২৯, ১৫ মুহাররম ১৪৪৪
শিরোনাম

ফুলবাড়ীতে ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ জুন, ২০২২, ৭:০৮ পিএম | আপডেট : ৮:৪০ পিএম, ২২ জুন, ২০২২

দিনাজপুরের ফুলবাড়ীতে মালবাহী ট্রাক চাপায় শহিদুল ইসলাম (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

নিহত শহিদুল ইসলাম বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের কাটলা বাজারের বাসিন্দা মৃত নবাব উদ্দিন এর ছেলে। তিনি পেশায় একজন দর্জি ছিলেন।পরিচয় নিশ্চিত করেছেন নিহতের ভাগিনা মাহাবুর ইসলাম।
বুধবার দুপুর দেড়টায় দিনাজপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী পৌর শহরের নিমতলা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও পরিবার সুত্রে জানাগেছে,বুধবার দুপুরে বিরামপুর থেকে একটি বাজাজ ১০০সিসি মোটরসাইকেল যোগে শহিদুল ইসলাম ফুলবাড়ীতে হালখাতা খাওয়ার জন্য যাচ্ছিলেন পথে পৌর শহরের নিমতলা মোড়ে সাইড নিতে গিয়ে দিনাজপুর থেকে ছেড়ে আসা গোবিন্দগঞ্জগামী একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো ট-১৮-৪৮-৫৯) চাপা দিলে ঘটনাস্থলেই শহিদুল ইসলামে মৃত্যু হয়।
খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় থানা পুলিশ
লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান এবং ঘাতক ট্রাকটিকে আটক করেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কমকতা ওসি মো:আশ্রাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে জানান,খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে,ঘাতক ট্রাকটি (ঢাকা মেট্রো ট-১৮-৪৮-৫৯)আটক করা হয়েছে। ড্রাইভার এবং হেলফার পলাতক রয়েছে। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে
আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ