নোয়াখালীতে ১০ জুয়াড়ি গ্রেফতার
নোয়াখালীর সোনাইমুড়ীতে অভিযান চালিয়ে ১০ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও তাস জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে তাদের আদালতে
চট্টগ্রামের রাউজানে স্ত্রীর সঙ্গে অভিমান করে বিষপানে আত্মহত্যা করেছেন এক চা দোকানি। ওই ব্যক্তির নাম মো. হাফিজুর রহমান (৬০)। বুধবার (২২ জুন) দুপুরে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পের গুচ্চ গ্রামে এই ঘটনা ঘটে। সেখান থেকে তাকে উদ্ধার করে চট্টগ্রাাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত হাফিজুর রহমান কদলপুর আশ্রয়ণ প্রকল্পের গুচ্চ গ্রামে নিজের নামে বরাদ্দপ্রাপ্ত বসতঘরে পরিবার নিয়ে থাকতেন। তার বাবার নাম অলি আহম্মদ।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে স্ত্রীর সঙ্গে অভিমান করে বিষপান করেন হাফিজ। পরে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কদলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন চৌধুরী বলেন, স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের জের ধরে বিষপান করেছে বলে শুনেছি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।