কোটালীপাড়ায় ডিবি পুলিশ পরিচয়ে শিক্ষা অফিসের সোয়া ৪ লাখ টাকা ছিনতাই
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ৪ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার গোপালগঞ্জ-পয়সারহাট সড়কের কোটালীপাড়া উপজেলার
১৭ বছর বয়সে তিনবার বিয়ের পিড়িতে বসেছেন মাহিনুর খাতুন। পারিবারিক সমস্যার জের ধরে তিনবারই বিয়ে বিচ্ছেদের ঘটনা ঘটে। এতে ক্ষোভ আর অভিমানে ওই কিশোরী আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনাটি ঘটেছে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার দলদলি ইউনিয়নের রাঙ্গামাইটা গ্রামে। মাহিনুর এ গ্রামেরই মিন্টু আলীর মেয়ে।
বুধবার (২২ জুন) বিকেলে তার নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে ওই কিশোরী।
ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব হোসেন বলেন, মাহিনুরের বয়স ১৭ বছর হবে। এ বয়সে তার তিনবার বিয়ে হয়েছে, ততোবারই তালাক হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।