শক্তি বাড়াতে তাসকিন, বিপদ এড়াতে মিরাজ

ক্যারিবিয়ান সফরের জন্য শুরুতেই মাত্র ১৫ জনের টি-টোয়েন্টি দল দিয়েছিল বিসিবি। এমনিতেই কোভিডের উৎপাত, তার
ওয়েস্ট ইন্ডিজ সফরেও ফেরা হলনা পেসার সাইফউদ্দিনের। ফিটনেস পরীক্ষায় উতরাতে না পারায় ওয়েস্ট ইন্ডিজে যাওয়া হচ্ছে না এই পেসারের। ইনজুরিতে পড়া আরেক পেসার তাসকিন আহমেদের সঙ্গে কয়েক দিন আগে বোলিং পরীক্ষা নেওয়া হয়েছিল তার। যেখানে পাশ করতে পারেননি তিনি।
সাইফউদ্দিনের ফিটনেস নিয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন,‘আমাদের কাছে মনে হয়েছে তার ওই রকম ফিটনেস নেই। আমরা টিম ম্যানেজম্যান্টকে সেটা জানিয়েছি। কী বলেছি, সেটা তো আর বলতে পারবো না। তবে আমাদের মনে হয়েছে তার ফিটনেসে ঘাটতি আছে। ’
বিসিবি সূত্র জানায়, তাসকিন আহমেদের সঙ্গে মোহাম্মদ সাইফউদ্দিনের ফিটনেস পরীক্ষা নেওয়া হয়। যেখানে তাসকিন উতরে গেলেও পারেননি সাইফউদ্দিন। ৬ ওভার বল করতে বলা হলেও ২০ বল করেই কোমড়ে ব্যথা অনুভব করেন তিনি।
এরপর বল করলেও ধার ছিল না কোনো। পরে সেটা টিম ম্যানেজম্যান্টকে জানানো হয়, তাতেই ভাগ্য বদলে যায় সাইফউদ্দিনের।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।