Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

উদ্বোধনের দিনে আরও কয়েক সেতুর টোল মওকুফ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ জুন, ২০২২, ১১:৪১ এএম

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষ্যে আগামীকাল শনিবার (২৫ জুন) একদিনের জন্য খুলনা, বরিশালসহ কয়েকটি জেলার সেতুর টোল মওকুফ করেছে সরকার। সেতুগুলো হচ্ছে- রুপসার খান জাহান আলী, দড়াটানা, দোয়ারিকা-শিকারপুর, দপদপিয়া, গাবখান, বলেশ্বর, পটুয়াখালী, শেখ রাসেল, শেখ কামাল, শেখ জামাল, পায়রা, মোল্লাহাট, আচমত আলী খান, বাংলাদেশ-চীন মৈত্রী ও শেখ লুৎফর রহমান। এছাড়া কালনা ফেরির টোলও ওই দিনের জন্য মওকুফ করা হয়েছে।

পদ্মা সেতুর উদ্বোধনী দিনে সেতু এলাকায় যানজটমুক্ত রাখার জন্য এসব সেতু ও ফেরির টোল মওকুফ করা হয়েছে বলে এক চিঠিতে জানিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

এর আগে ঢাকা-মাওয়ার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের তিনটি সেতুর টোল ওই দিনের জন্য মওকুফের ঘোষণা দেওয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টোল

১৩ জুলাই, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ