Inqilab Logo

মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

আলালকে বিদেশ যেতে বাধা না দিতে নির্দেশ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ জুন, ২০২২, ১২:১৩ পিএম

বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার ক্ষেত্রে বাধা না দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে তাকে বিদেশ যেতে বাধা দেওয়া কেন বে-আইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

রোববার (২৬ জুন) এ বিষয়ে এক আবেদনের শুনানি করে বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন হাইকোর্টের একটি ডিবিশন বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আলালের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. তাজুল ইসলাম। তিনি আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

তাজুল ইসলাম জানান, এর আগে গত ১২ জুন কিডনির চিকিৎসার জন্য ভারতে যাওয়ার সময় আলালকে বাধা দেওয়া হয়। বিমানবন্দরে দীর্ঘ অপেক্ষা করেও তিনি ভারত যেতে পারেননি। আলালের একটি কিডনি অকেজো হয়ে গেছে। এ বিষয়ে ফলোআপের জন্য তাকে ভারত যেতে হয়।

এ জন্য তিনি গত ১২ জুন ভারত যাওয়ার উদ্দেশ্য বিমানবন্দরে যান। কিন্তু ইমিগ্রেশন তাকে আটকে দেয়। পরে তিনি গত ১৪ জুন সংক্ষুব্ধ হয়ে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট করেন। শুনানি শেষে আদালত আজ এ আদেশ দেন।

আগামী ৪ সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ