Inqilab Logo

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

‘‘ফ্রী ভাসমান মেডিকেল ক্যাম্প’’ নিয়ে সিলেটের বন্যার্তদের চিকিৎসা সেবায় এসএমপি

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৬ জুন, ২০২২, ৫:৪৬ পিএম

সিলেটের বানভাসী মানুষের চিকিৎসা সেবায় "ফ্রী ভাসমান মেডিকেল ক্যাম্পঃ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। আজ (রবিবার) বেলা সাড়ে ১১ টায় এসএমপির জালালাবাদ থানাধীন কান্দিগাঁও ইউনিয়নের ০২নং ওয়ার্ডের বাদাঘাট এলাকার সাম্প্রতিক আকস্মিক ও ভয়াবহ বন্যায় বানভাসি, দুর্দশাগ্রস্থ, রোগাক্রান্ত অসহায় মানুষের চিকিৎসা সেবায় উপস্থিত ছিলেন এসএমপি' পুলিশ কমিশনারমোঃ নিশারুল আরিফ। তার সার্বিক দিক-নির্দেশনায় সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে "ফ্রী ভাসমান মেডিকেল ক্যাম্প"এর আওতায় ভয়াবহ বন্যায় পানিবাহিত এবং বিভিন্ন রোগাক্রান্ত নারী-শিশু-বৃদ্ধ ও নানান বয়সীদের অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে ডাক্তারি সেবা ও ঔষধ পত্র বিতরণ করা হয়। বন্যায় ক্ষতিগ্রস্থ ও রোগাক্রান্ত বানভাসি মানুষের বিভিন্ন দুঃখ-দুর্দশার বিষয়ে অবহিত হন এবং আত্মমানবতার সেবায় এসএমপি সাধারণ মানুষের পাশে থেকে তাদের দুর্ভোগ লাঘবে ও ভবিষ্যতে আরো জরুরি চিকিৎসা, ঔষধ প্রদান করা হবে বলে জানান পুলিশ কমিশনার। এসময় আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ পিপিএম, এসএমপি'র বিভিন্ন পদস্থ অফিসারগণ, ওসি জালালাবাদ থানা নাজমুল হোসেনসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ