নেছারাবাদে স্বামীর দু হাতের কবজি বিচ্ছিন্নর অভিযোগে স্ত্রী কারাগারে
নেছারাবাদ উপজেলার বালিহারীতে মো: জাহারুল ইসলাম(৪৫) নামে এক দিনমজুর স্বামীর দুই হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করার অভিযোগে স্ত্রীকে আসামী করে থানায় মামলা করেছেন জাহারুলের বড়
গাইবান্ধার সুন্দরগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রীর কন্যা সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটুক্তি করায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় মো: রুমন সরকার রনি (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রুমন সরকার রনি উপজেলার দক্ষিণ ধুমাইটারী গ্রামের আনজু মিয়ার ছেলে।
থানা সূত্রে জানা যায়, গত ২৫ জুন শনিবার রাত ৯.২৫ টার সময় রুমন সরকার রনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীর কন্যাকে নিয়ে মানহানিকর কটুক্তি করে তা পোষ্ট দেন। এঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল্লাহ আল মেহেদী রাসেল রোববার থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫/৩১ ধারায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ২৯। এ মামলায় পুলিশ অভিযান চালিয়ে রোববার বিকাল ৫ টার দিকে সুন্দরগঞ্জ বাজার থেকে রুমন সরকারকে গ্রেফতার করে। থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) এমএ আজিজ জানান, ফেসবুকে প্রধানমন্ত্রীর কন্যাকে নিয়ে কটুক্তি করায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলায় রুমন সরকার রনিকে গ্রেফতার করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।