Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সউদীর তেলবহির্ভূত রফতানিতে উল্লম্ফন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জুন, ২০২২, ১২:০৩ এএম

জ্বালানি তেলনির্ভরতা থেকে বেরিয়ে আসতে চাইছে সউদী আরব। অর্থনীতিতে বৈচিত্র্য আনতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে মধ্যপ্রাচ্যের দেশটি। এরই অংশ হিসেবে দেশটির জ্বালানি তেলবাহির্ভূত অর্থনীতির আকার বড় হছে। গত এপ্রিলে দেশটির জ্বালানি তেলবহির্ভূত রফতানিতে উল্লম্ফন দেখা গিয়েছে। খবর আরব নিউজ। এপ্রিলে সউদী আরবের জ্বালানি তেলবহির্ভূত রফতানি গত বছরের একই সময়ের তুলনায় ৩৬ দশমিক ৬ শতাংশ বেড়েছে। জেনারেল অথরিটি ফর স্ট্যাটিসটিকস জানিয়েছে, এ সময়ে সউদীর জ্বালানি তেলবহির্ভূত রফতানি ৭৪০ কোটি সউদী রিয়ালে (৭৩০ কোটি ডলার) পৌঁছেছে। এ সময়ে সউদী আরবের পণ্যদ্রব্য আমদানি ৫ হাজার ৫৩০ কোটি সউদী রিয়ালে পৌঁছেছে। গত বছরের একই সময়ের তুলনায় যা ১১ দশমিক ২ শতাংশ বেড়েছে। এটি আগের মাসের তুলনায় ১ শতাংশ কম। এপ্রিলে দেশটির সামগ্রিক পণ্য রফতানি ৯৮ শতাংশ বেড়ে ১৩ হাজার ৭০০ কোটি সউদী রিয়ালে পৌঁছেছে। আরব দেশটির জ্বালানি তেলবহির্ভূত রফতানি বাড়াতে বড় ভূমিকা পালন করেছে রাসায়নিক ও সহযোগী শিল্প। মোট রফতানিতে এ শিল্পের অবদান ৩৬ দশমিক ৬ শতাংশ। অন্যদিকে সবচেয়ে বেশি আমদানি করা হয়েছে বৈদ্যুতিক সরঞ্জামের যন্ত্রাংশ। মোট আমদানিতে এ খাতের হিস্যা ছিল ১৮ দশমিক ৯ শতাংশ। আরব নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সউদীর তেলবহির্ভূত রফতানিতে উল্লম্ফন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ