মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন
মাদরাসা ছাত্রী ধর্ষণ মামলায় এক যুবকের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। সেই সাথে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে। গত
পিরোজপুরের মঠবাড়িয়ায় শামসুল হক (৭০) ও ফিরোজা বেগম (৬০) ভূমিহীন বয়ঃবৃদ্ধ নিঃসন্তান দম্পতি আশ্রয়ন প্রকল্পের ঘর পেলেও পথ পায়নি। পথ হীন ঘরে আসা-যাওয়ায় চরম বিপাকে পরেছেন পরিবারটি। শামসুল হক উপজেলার সদর ইউনিয়নের উত্তর মিঠাখালী গ্রামের মৃত মোজাম্মেল হক হাওলাদারের ছেলে।
সরেজমিনে দেখা গেছে, বসতঘর ও মূল সড়কের সাথে চলাচলের কোন রাস্তা না থাকায় শামসুল হক ও ফিরোজা বেগম দম্পতি মাঠের ফসলের ক্ষেতের হাটু পানি পেড়িয়ে ঘরে আসা-যাওয়া করছেন। বৃদ্ধ শামসুল হক হাওলাদার বয়সেরভারে স্বাভাবিকভাবে চলাচল করতে পারেন না। চলমান বর্ষা মৌসুমে তাদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
ফিরোজা বেগম জানান, সরকার ঘর দিয়েছে, কিন্তু রাস্তা না থাকার কারণে তারা চলাফেরা করতে পারছেন না। তিনি তাদের চলাচলের পথের জন্য জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সুদৃষ্টি কামনা করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উর্মি ভৌমিক জানান, সরেজমিনে গিয়ে ওই পরিবারটির চলাচলের পথের ব্যবস্থা করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।