Inqilab Logo

বৃহস্পতিবার, ১১ আগস্ট ২০২২, ২৭ শ্রাবণ ১৪২৯, ১২ মুহাররম ১৪৪৪
শিরোনাম

বিএনপি নেতা আলালকে বিদেশ গমনে বাধা না দেয়ার নির্দেশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ জুন, ২০২২, ১২:০১ এএম

বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার ক্ষেত্রে বাঁধা না দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আবেদনের শুনানি শেষে গতকাল রোববার বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি এসএম মনিরুজ্জামানের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। আদেশে আলালকে বিদেশ যাওয়ার অনুমতি না দেয়া কেন বেআইনি ঘোষণা করা হবে না Ñএই মর্মে রুল জারি করেন আদালত। আগামী ৪ সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের জবাব দিতে বলা হয়েছে। মোয়াজ্জেম হোসেন আলালের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. তাজুল ইসলাম। তিনি বলেন, গত ১২ জুন কিডনি চিকিৎসার জন্য ভারত যাওয়ার সময় ইমিগ্রেশন থেকে আলালকে বাঁধা দেয়া হয়। বিমানবন্দরে দীর্ঘ অপেক্ষা করেও তিনি ভারত যেতে পারেননি। এ নিয়ে তিনি গত ১৪ জুন রিট করেন। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ