রাজধানীতে এতিম ও ভাসমানের মাঝে ছাত্রদলের খাবার বিতরণ

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ৭৮তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীতে বিভিন্ন এতিমখানা ও ভাসমান দুস্থদের মাঝে রান্না
মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৫৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
রোববার সকাল ৬টা থেকে সোমবার (২৭ জুন) একই সময়ের মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্যসহ তাদের গ্রেফতার করা হয়।
ডিএমপি সূত্রে জানা গেছে, অভিযানের সময় গ্রেফতারদের কাছ থেকে ৩ হাজার ৮০৪ পিস ইয়াবা, ৯ কেজি ৩০০ গ্রাম গাঁজা ও ১৬৪ গ্রাম ১৫১ পুরিয়া হেরোইন জব্দ করা হয়।
ডিএমপি আরও জানায়, ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এদিন রাজধানীর বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এতে মাদকদ্রব্যসহ ৫৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে ডিএমপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।