Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

দীর্ঘ দিন পর ভারতের সঙ্গীতে ফিরেছেন আতিফ আসলাম

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জুন, ২০২২, ১০:৪৪ এএম

বিশ্বখ্যাত পাকিস্তানি গায়ক আতিফ আসলাম দীর্ঘ দিন পর নতুন সুপারহিট গান দিয়ে ভারতীয় সঙ্গীত ইন্ডাস্ট্রিতে ফিরেছেন।

রোববার পাকিস্তানের সংবাদমাধ্যম ডেইলি জং এক প্রতিবেদনে জানায়, আতিফ আসলামের নতুন এই গানের নাম ‘রংরেজা’।

পাকিস্তান-ভারত উত্তেজনার কারণে ভারত সরকার পাকিস্তানি শিল্পীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে। তবে এখানো আতিফ আসলাম, রাহাত ফতেহ আলি খানসহ পাকিস্তানি গায়ক ও অভিনেতাদের ব্যাপক চর্চা হয় ভারতে এবং দেশটিতে তাদের ফ্যান-ফলোয়ারও কম নয়।

সম্প্রতি আতিফ আসলাম ভারতের পাঞ্জাবের একটি সিনেমার জন্য গান রেকর্ড করেন। ‘রংরেজা’ শিরোনামের এই গানটি পাঞ্জাবি ভাষার।

শুক্রবার গানটি প্রকাশের পর ভারতে আতিফ আসলামের ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করেন। কারণ, ভারত সরকারের নিষেধাজ্ঞার পর থেকেই আতিফের ভক্তরা হতাশ ছিলেন।

‘রংরেজা’ গানটি প্রকাশের সাথে সাথেই টুইটারে ‘আতিফ আসলাম’ হ্যাশট্যাগ ট্রেন্ডিং শুরু হয়ে যায় এবং এখনো টুইটারে ‘রংরেজা বাই আতিফ আসলাম' (RangReza By Atif Aslam) হ্যাশট্যাগ ট্রেন্ড চালু রয়েছে। সূত্র : ডেইলি জং



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ