Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ

মাগুরায় জাসদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার, মাগুরা থেকে : | প্রকাশের সময় : ২৮ জুন, ২০২২, ১২:০৩ এএম

বিরাজমান দুর্নীতি, নৈরাজ্য ও দ্রব্যমূল্যর উর্দ্ধগতির প্রতিবাদে কেদ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে বাংলাদেশ জাসদ মাগুরা জেলা শাখা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। গতকাল সোমবার সকাল ১১টায় মাগুরা চৌরঙ্গী মোড় ঘণ্টাব্যাপী মানববন্ধন পালিত হয়। জেলা জাসদের সভাপতি এটিএম মহবত আলীর সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন প্রবীন নেতা কামরুজ্জামান চপল, মোল্লা মতিয়ার রহমান, বাসারুল হায়দার বাচু, মাস্তাক আহমদ রতন প্রমুখ।
বক্তারা সরকারের কঠোর সমালোচনা করে বলেন, মেঘা প্রকল্পের নাম চলছে দুর্নীতি, নিত্যপন্যের দাম লাগামহীনভাবে বেড়ে যাওয়ায় দেশে নৈরাজ্য সৃষ্টি হয়েছে। অবিলম্বে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে সরকার ব্যর্ধ হলে সরকার পতনের আন্দোলন করার হুমকি দেন নেতারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ