সার্বভৌমত বিরোধী বক্তব্যের জন্য পররাষ্ট্রমন্ত্রীর বিচার দাবি গণফোরামের
শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখার জন্য যা যা করার সেটা করতে ভারত সরকারকে অনুরোধ করেছি পররাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্য দেশের সার্বভৌমত্বে আঘাত। এ বক্তব্যের তীব্র নিন্দা
রাজধানীর উত্তরা ও টঙ্গী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ছিনতাইকারী চμের ১০ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। গত রোববার সন্ধ্যায় উত্তরা পশ্চিম থানাধীন স্লুইস গেট এলাকায় অভিযান পরিচালনা করে ছিনতাইকারী একটি চμের সদস্য রুহুল আমিন, নেপাল ওরফে সৈকত, মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি চাকু, তিনটি চেতনা নাশক মলম এবং একটি ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়। র্যাব-১ এর সহকারী পুলিশ সুপার নোমান আহমদ জানান, গতকাল সকাল ১০টার দিকে টঙ্গী পূর্ব থানাধীন আমতলী এলাকায় অভিযান পরিচালনা করে মোশাব্বির হোসেন, ফাহিম ও হুমায়ূন কবির নামে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।