মুন্সিগঞ্জ জেলা মহিলা দল সভাপতি-সেক্রেটারির বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের মুন্সিগঞ্জ শাখা ১১২ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয় চলতি বছরের
ঢাকার সাভারে অজ্ঞাত পরিচয় প্রায় ২০বছর বয়সী এক তরুণীকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্ত।
মঙ্গলবার নিহতের মরদেহ উদ্ধার করে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। এরআগে সোমবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের শিমুলতলা এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় ওই তরুণীকে উদ্ধার করে পথচারীরা সাভারের এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মঙ্গলবার সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) পাভেল মোল্লা বলেন, চিকিৎসকের সঙ্গে কথা বলে ধারণা পেয়েছি, নিহত তরুণীর শরীরের বেশ কয়েকটা ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তার বয়স আনুমানিক ২০বছর হবে। আমরা তার পরিচয় জানার পাশাপাশি হত্যাকারীকেও গ্রেপ্তারের চেষ্টা করছি।
এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।