রাজশাহীর ৯৫২টি পুকুর সংরক্ষনে আদালতের নির্দেশ
রাজশাহী সিটি করপোরেশন এলাকার ৯৫২টি পুকুর সংরক্ষণ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে রাজশাহী শহরে যেন আর কোনো পুকুর দখল ও ভরাট না হয় তা
পটুয়াখালীর বাউফল উপজেলায় বিদ্যুতের তারে বিদ্যুতায়িত হয়ে নুর মোহাম্মদ খান (৫৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার সূর্যমনি ইউনিয়নের নুরাইপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের পারিবারিক সুত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টার দিকে নুর মোহাম্মদ নারকেল গাছের আগাছা পরিস্কারের জন্য গাছে ওঠেন। দা দিয়ে গছের ডাল কাটার সময় বিদ্যুতায়িত হয়ে গাছে বসেই মারা যান। পড়ে স্থানীয়রা দেখে বাউফল ফায়ার সার্ভিস এ- সিভিল ডিফেন্স কার্যালয়ে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে গাছ থেকে নুর মোহাম্মদের লাশ উদ্ধার করে।
স্থানীয়রা জানিয়েছেন, গাছটির পাশ দিয়েই বিদ্যুৎ সঞ্চালন লাইন থাকায় গাছের ডাল বিদ্যুতায়িত হয়ে থাকার কারনে অসাবধানতা বশত তার মৃত্যু হয়।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, নিহতের পরিবার থেকে কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।