Inqilab Logo

মঙ্গলবার, ০৯ আগস্ট ২০২২, ২৫ শ্রাবণ ১৪২৯, ১০ মুহাররম ১৪৪৪ হিজরী

কলাপাড়ায় আ.লীগের আনন্দ মিছিল

কলাপাড়া (পটুয়াখলী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ জুন, ২০২২, ১২:০২ এএম

বাংলাদেশ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও পদ্মা সেতু উদ্বোধন হওয়াায় পটুয়াখালীর কলাপাড়ায় আনন্দ মিছিল হয়েছে। গত সোমবার বেলা এগারটায় উপজেলা আ.লীগের উদ্যোগে পৌর শহরে এ আনন্দ মিছিল বের করা হয়। মিছিল শেষে দলীয় কার্যালয় উপজেলা আ.লীগ সহ-সভাপতি অধ্যক্ষ ড. শহিদ বিশ্বাসের সভাপতিত্বে এক আলোচন সভায় বক্তব্য রাখেন উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, পটুয়াখালী জেলা আ.লীগ সহ-সভাপিত অধ্যক্ষ সৈয়দ নাসির, পৌর আ.লীগ সভাপতি, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আ.লীগ যুগ্মসাধারণ সম্পাদক মো. মঞ্জুরুল ইসলাম, মহিপুর থানা যুবলীগ আহবায়ক মিজানুর রহমান বুলেট, সাবেক ছাত্রলীগ সভাপতি ও কাউন্সিলর মো. হুমায়ূন কবির, তথ্য বিষায়ক সম্পাদক মনিরুল ইসলাম, মহিলা বিষায়ক সম্পাদক উম্মে তামিমা বিথী, এম বি কলেজ সাবেক ভিপি ও যুবলীগ নেতা জিয়াউর রহমান জিয়া, উপজেলা ছাত্রলীগ সভাপতি নাজমুল, পৌর ছাত্রলীগ সভাপতি মো. শুভ প্রমুখ। সভা শেষে মাওলানা মো. মাসুম বিল্লাহার পরিচালনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় আ.লীগের সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিল। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ