১০ থেকে ২৭ আগস্ট চট্টগ্রাম নগরে বাস-মিনিবাসের জরিপ করবে সিএমপি
চট্টগ্রাম নগরের বিভিন্ন রুটে চলাচল করা বাস-মিনিবাস গুলোর জরিপ করবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। আগামী ১০ আগস্ট থেকে ২৭ আগস্ট পর্যন্ত জরিপ কাজের জন্য তাদের
মির্জাপুরে মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে মাঠ পর্যায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চায়না জাল পুড়িয়ে ফেলা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা সদরের বাওয়ার কুমারজানী পূর্বপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বুলবুল। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শরীফুল হক আকন্দ উপস্থিত ছিলেন।
জানা গেছে, এ উপজেলায় মৎস্য সম্পদ রক্ষায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে মাঠ পর্যায়ে মোবাইল কোর্ট পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে উপজেলা সদরের বাওয়ার কুমারজানী পূর্বপাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিলের পানিতে পেতে রাখা বিপুল পরিমাণ চায়না জাল উদ্ধার করা হলেও জালের মালিকের কাউকে পাওয়া যায়নি। পরে উদ্ধার করা জাল জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বুলবুল বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।