নেছারাবাদে স্বামীর দু হাতের কবজি বিচ্ছিন্নর অভিযোগে স্ত্রী কারাগারে
নেছারাবাদ উপজেলার বালিহারীতে মো: জাহারুল ইসলাম(৪৫) নামে এক দিনমজুর স্বামীর দুই হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করার অভিযোগে স্ত্রীকে আসামী করে থানায় মামলা করেছেন জাহারুলের বড়
খাগড়াছড়ির মানিকছড়িতে সড়ক দুর্ঘটনায় মো. নেজাম উদ্দিন (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ জুন) দুপুরে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের ডলু নামক এলাকায় মোটরসাইকেলের সঙ্গে চাঁদের গাড়ির মুখামুখি সংঘর্ষে তার মৃত্যু হয়। তিনি স্থানীয় গরমছড়ি এলাকার মৃত হানিফ মিয়ার ছেলে।
জানা যায়, দুপুরে উপজেলা সদর থেকে ফেরার পথে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের ডলু এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা নেজামকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহনূর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার বিষয়টি প্রথমে কেউই পুলিশকে জানায়নি। পরে পুলিশ জানতে পারে আহত ব্যক্তির মৃত্যু হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।