Inqilab Logo

সোমবার, ০৮ আগস্ট ২০২২, ২৪ শ্রাবণ ১৪২৯, ০৯ মুহাররম ১৪৪৪ হিজরী
শিরোনাম

বাস-ট্রাক সংঘর্ষে চালক নিহত

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ জুন, ২০২২, ১০:৪২ পিএম

গোপালগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক সোহাগ মোল্লা নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ জুন) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার হরিদাসপুর ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগ মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদীঘলিয়া গ্রামের চরপাড়া এলাকার শহিদ মোল্লার ছেলে।

গোপালগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দিন জানান, গোপালগঞ্জের পাটগাতি থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাস সদর উপজেলার হরিদাসপুর ব্রিজের ওপর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।

এ সময় ট্রাকচালক গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সোহাগ মোল্লাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহতরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ