ইবির ডি ইউনিটে আসন প্রতি লড়বে ৬ জন
.jpg)
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের চার বিভাগে ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি আবেদন শেষ হয়েছে।
খুলনার মুজগুন্নি এলাকায় সন্ত্রাসীদের গুলিতে জুলকার নাইন মুন্না (৩৪) নামে এক ব্যক্তি খুন হয়েছে। আজ বুধবার রাত ৮ টার দিকে খালিশপুর থানাধীন মুজগুন্নি ভিক্টোরিয়া ক্লাবের সামনে অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে গুলি করে পালিয়ে যায়। দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বাড়ির দিঘলিয়া উপজেলার সুগন্ধি গ্রামে। সে খুলনার আলোচিত দিঘলিয়া ইউপি চেয়ারম্যান হালিম গাজী হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি। এলাকায় সে জমিজমা কেনাবেচার ব্যবসা করতো। পাশাপাশি সন্ত্রাসী কর্মকান্ডেও জড়িত ছিল।
খালিশপুর থানারা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জাহাঙ্গীর হোসেন জানান, হত্যাকান্ড ও গোলাগুলিতে একজন নিহত হওয়ার খবর তিনি পেয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।