জ্বালানির দক্ষ ও সাশ্রয়ী ব্যবহার জ্বালানি নিরাপত্তায় কার্যকর অবদান রাখবে : তৌফিক-ই-এলাহী চৌধুরী

প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী বীর বিক্রম বলেছেন, জ্বালানির দক্ষ,
আগামী ৮ জুলাই শুক্রবার পবিত্র হজ পালিত হবে। গতকাল বুধবার সউদী আরবসহ মধ্যপমধ্যপ্রাচ্যে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। খবর অনুযায়ী আগামী ৯ জুলাই শনিবার সেসব দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হবে।
এছাড়া পূর্ব ও মধ্য এশিয়ার দেশগুলোতে গতকাল জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। ফলে এসব দেশ আজ যিলকদ মাসের শেষ দিন ধরে আগামীকাল যিলহজ মাসের শুরু করবে এবং আগামী ১০ জুলাই শনিবার সেসব দেশে ঈদুল আজহা উদযাপন করা হবে। দেশগুলোর মধ্যে রয়েছে জাপান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই দারুস সালাম, হংকং, সিঙ্গাপুর, পাকিস্তান। দেশগুলোর চাঁদ দেখা কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে। সূত্র : খাালিজ টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।