ট্রেনের ভাড়া বাড়ানো হতে পারে
রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, জ্বালানি তেলের দাম বাড়ায় ট্রেন ভাড়া বাড়ানো হতে পারে। তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। গতকাল রোববার গণমাধ্যমকে তিনি
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বৃহস্পতিবার রাজধানীর আফতাবনগরের নিজস্ব ক্যম্পাসে অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে ফায়ার অ্যালার্ম বেজে উঠলে বিশ্ববিদ্যালয়ের সবাই নীচে নেমে খোলা চত্বরে জমায়েত হন। সেখানে শিক্ষক–শিক্ষার্থীদের উপস্থিতিতে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন লাগার পরে উদ্ধার তৎপরতা এবং আগুন নেভানোর বিভিন্ন কলাকৌশল প্রদর্শন করেন।
এই অগ্নি নির্বাপণ মহড়ার নেতৃত্ব দেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর এম এম শহিদুল হাসান। তিনি বলেন, কবে আগুন লাগবে আমরা কেউ জানি না, কিন্তু আগুন লাগলে কী করতে হবে তা আমরা জানলাম। এই মহড়ার ফলে জান-মালের ক্ষয়ক্ষতি অনেক কমবে। এ মহড়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি প্রোভিসি, ট্র্যাজারার, রেজিস্ট্রার, প্রকৌশলীগণ, শিক্ষকবৃন্দ এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরাও অংশগ্রহণ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।