কোটালীপাড়ায় ডিবি পুলিশ পরিচয়ে শিক্ষা অফিসের সোয়া ৪ লাখ টাকা ছিনতাই
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ৪ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার গোপালগঞ্জ-পয়সারহাট সড়কের কোটালীপাড়া উপজেলার
কুড়িগ্রামের উলিপুরে নানার বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে সুমাইয়া নামের সাড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার থেতরাই ইউনিয়নের গোড়াইপিয়ার গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুটি পাশ্ববর্তী দলদলিয়া ইউনিয়নের উত্তর দলদলিয়া বামন পাড়া গ্রামের সাইদী মিয়ার কন্যা।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু সুমাইয়া খাতুন মায়ের সাথে থেতরাই ইউনিয়নের গোড়াইপিয়ার গ্রামের নানা মশিউর রহমানের বাড়িতে বেড়াতে আসে। এরপর সবার অগোচরে শিশুটি বাড়ির পাশের ডোবায় পড়ে নিখোঁজ হয়। পরে স্বজনরা তাকে অনেক খোঁজাখুঁজির পর ডোবা থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়।##
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।