Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

লুহানস্কের আরেকটি গুরুত্বপূর্ণ শহর মুক্ত করল রুশ সেনা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ জুন, ২০২২, ৬:৩৪ পিএম | আপডেট : ৬:৩৬ পিএম, ৩০ জুন, ২০২২

রুশ সেনার সহায়তায় লুহানস্ক পিপলস রিপাবলিক (এলপিআর) এর আরেকটি গুরুত্বপূর্ণ শহর মুক্ত করেছে এলপিআর মিলিশিয়া। এলপিআর পিপলস মিলিশিয়ার একটি ঘনিষ্ঠ সূত্র বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছে।

প্রিভোলি নামের ওই শহরটিতে ঘাঁটি এবং অস্ত্রের ডিপো স্থাপণ করেছিল ইউক্রেনীয় সেনারা। তাদের বিতাড়িত করে সম্পূর্ণ শহরের নিয়ন্ত্রণ নিয়েছে এলপিআর এবং রাশিয়ান বাহিনী।

‘ইউনিয়ন বাহিনী সেভারস্কি ডোনেৎস নদী পার হয়ে প্রিভোলির (লিসিচানস্কের একটি শহরতলি) নিয়ন্ত্রণ নিয়েছে,’ তিনি বলেছিলেন।

গত সপ্তাহে, রাশিয়ার ন্যাশনাল ডিফেন্স ম্যানেজমেন্ট সেন্টারের প্রধান মিখাইল মিজিনসেভ বলেছিলেন যে, ইউক্রেনীয় সৈন্যরা প্রিভোলিতে একটি ঘাঁটি এবং অস্ত্রের ডিপো স্থাপণ করেছিল এবং বেসামরিক লোকদের মানব ঢাল হিসাবে ব্যবহারের জন্য সেখানে আটকে রেখেছিল। সূত্র: তাস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউক্রেন-রাশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ