ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনা আহত ১৫

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে মহাসড়কে দুই বাসের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কেয়াটখালী এলাকায়
ময়মনসিংহের তারাকান্দায় বজ্রপাতে নূরুল আমিন(১৬)নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
৩০ জুন(বৃহস্পতিবার) ১ টার সময় উপজেলার রামপুর ইউনিয়নের টিকুলী গ্রামে বজ্রপাতে নিহত হয় এই কিশোর।
জানা গেছে,তারাকান্দা উপজেলার রামপুর ইউনিয়নের টিকুরী গ্রামের আঃ কুদ্দুসের পুত্র নূরুল আমিন বাড়ির পাশে ট্রাক্টরের সাহায্যে হালচাষের সময় বজ্রপাতে নিহত হয়।
এ বিষয়ে নিহতের চাচা হারুনূর রশিদ জানান,দুপুরের দিকে বৃষ্টি নামলে নূরুল আমিন ট্রাক্টরের সাহায্যে হালচাষ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে তারাকান্দা থানা অফিসার ইনচার্জ আবুল খায়ের জানান,ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে।আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।