Inqilab Logo

রোববার, ০৭ আগস্ট ২০২২, ২৩ শ্রাবণ ১৪২৯, ০৮ মুহাররম ১৪৪৪ হিজরী
শিরোনাম

নদীতে গোসলে নেমে ২ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১ জুলাই, ২০২২, ৩:৪৭ পিএম

হবিগঞ্জে খোয়াই নদীতে গোসলে নেমে দুজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুন) সন্ধ্যায় পৌর শহরের যশেরআব্দা এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত দুই যুবক হলেন- হবিগঞ্জ পৌর এলাকার যশেরআব্দা গ্রামের খেলু মিয়ার ছেলে নাঈম (১৬) ও একই এলাকার সেলিম মিয়ার ছেলে সাগর (২০)।

এলাকাবাসী জানান, ফুটবল খেলা চলাকালে সন্ধ্যায় শহরের যশেরআব্দা এলাকার খোয়াই নদীতে গোসলে নামেন ওই দুজন। দীর্ঘ সময় অতিবাহিত হলেও তারা ফিরে না আসায় অন্যদের সন্দেহ হয়। নদীতে খুঁজতে গেলে তাদের ভাসমান অবস্থায় দেখতে পান। দুজনকে উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন। কিছু সময় পর সাগরও মারা যান

সদর আধুনিক হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ডা. মেহেদী হাসান বলেন, নাঈমকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। সাগর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ