কোটালীপাড়ায় ডিবি পুলিশ পরিচয়ে শিক্ষা অফিসের সোয়া ৪ লাখ টাকা ছিনতাই
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ৪ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার গোপালগঞ্জ-পয়সারহাট সড়কের কোটালীপাড়া উপজেলার
সাতক্ষীরা সীমান্তে অভিযান চালিয়ে দুটি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ অস্ত্র ব্যবসায়ী বদরুজ্জামান (৩৪) কে আটক করেছে বিজিবি।
তিনি কলারোয়া উপজেলার উত্তর ভাদিয়ালী গ্রামের দবির উদ্দিনের ছেলে।
শনিবার (২ জুলাই) ভোর রাতে তাকে ভাদিয়ালী সীমান্ত থেকে আটক করা হয়।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ আল মাহমুদ জানান, ব্যাটালিয়নের অধীনস্থ মাদরা বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ আহসান
হাবিব এর নেতৃত্বে একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৩/৩ এস এর ০৯ আরবি হতে
আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন উত্তর ভাদিয়ালী নামক স্থানে
চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে টহলদল এক লাখ দুইশত
টাকা মূল্যের ১টি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি এবং ১০ হাজার চল্লিশ টাকা মূল্যের ০১ টি পিস্তল
(স্থানীয় ভাবে তৈরী) ও এক রাউন্ড গুলিসহ বদরুজ্জামানকে আটক করা হয়।
তিনি আরো জানান,
আটককৃত
অস্ত্র ও গোলাবারুদসহ আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কলারোয়া
থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।