Inqilab Logo

সোমবার, ১৫ আগস্ট ২০২২, ৩১ শ্রাবণ ১৪২৯, ১৬ মুহাররম ১৪৪৪

ভাঙ্গায় ১০ দোকান ভস্মীভূত

ভাঙ্গা (ফরিদপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ জুলাই, ২০২২, ১২:০৪ এএম

ফরিদপুরের ভাঙ্গা বাজারে কয়েক ঘণ্টা ব্যবধানে মাত্র ২৫ গজ দূরত্বে দুই স্থানে আগুন লেগে ১০টি দোকানঘর ভস্মীভূত হয়েছে। প্রথমে আগুন লাগে ভাঙ্গা বাজার ঈদগাহ মোড়ে রাত ১টায় এখানে আগুন নির্বাপিত করার পরে ২০ গজ দূরত্বে উল্টোদিকে ফল ও মিষ্টির দোকানে গতকাল ভোর ৫টায় ভয়বহ আগুনের সূত্রপাত হয়। এখানে একাধিক মিষ্টির দোকান ও ফলের দোকান ও ১টি বীজ ভান্ডার নিমিশেই পুড়ে ছাই হয়ে যায়। ফলের দোকানগুলিতে প্রচুর আম ও ফল মজুদ ছিলো। ফায়ার ব্রিগেড ও সাধারণ জনগনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে এলেও কোন মালামাল রক্ষা করা সম্ভব হয়নি। ক্ষতিগ্রস্ত দোকান মালিকগণ ৫ কোটি ৫০ লাখ টাকার ক্ষতির হয়েছে বলে দাবি করেন। ফায়ার সার্ভিসের গাড়িতে পর্যপ্ত পরিমান পানির মজুদ না থাকায় আগুন নিভানোর কাজে বিঘ্ন সৃষ্টি হয়। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন