সাত মাসে চীনের বৈদেশিক বাণিজ্য বেড়েছে ১০.৪ শতাংশ

চলতি বছরের প্রথম সাত মাসে চীনের পণ্যবাণিজ্যে আমদানি ও রফতানির মোট মূল্য ছিল ২৩.৫ ট্রিলিয়ন
রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী আলেকজেন্ডার গ্রুস্কো শুক্রবার বলেছেন, রাশিয়াকে বৃহত্তম হুমকি হিসেবে উল্লেখ করে ন্যাটো রাশিয়ার বিরুদ্ধে সার্বিক বৈরিতার প্রকাশ ঘটিয়েছে।
গতকাল রাশিয়ান থিঙ্ক ট্যাঙ্ক ভালাদি ডিসকাশন ক্লাবে প্রদত্ত এক ভাষণে তিনি বলেন, রাশিয়াকে বৃহত্তম হুমকি হিসেবে ঘোষণা করেছে ন্যাটো, তা গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন। ন্যাটো স্পষ্টভাবে ঘোষণা করেছে যে, তারা রাশিয়াকে সার্বিকভাবে দমন করতে রাশিয়ার বিরুদ্ধে বৈরিতা করবে।
ন্যাটোর মাদ্রিদ শীর্ষসম্মেলনের ফলাফল প্রমাণ করে, ন্যাটো স্নায়ুযুদ্ধের সময়ের সামরিক নিরাপত্তা নিশ্চয়তা মডেলে ফিরে গিয়েছে। ন্যাটোতে ফিনল্যান্ড এবং সুইডেনের যোগদান বাল্টিক অঞ্চলে সামরিক পরিস্থিতির অবনতি ঘটাবে এবং ইউরোপের নিরাপত্তা উন্নয়ন প্রক্রিয়ায় সবচেয়ে দুঃখজনক ঘটনার অন্যতমে পরিণত হবে।
যদি দেশ দুটি ন্যাটোতে যোগ দেয়, তাহলে মস্কো নিজের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা নেবে। সূত্র: তাস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।