তাপবিদ্যুৎ শিল্পে আরও উন্নত ইরান

ইরানের জ্বালানি মন্ত্রণালয়ের বিদ্যুৎ খাতের মুখপাত্র মোস্তফা রাজাবি মাশহাদি বলেছেন, ইরান তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরিতে অত্যন্ত
ইউক্রেনের শস্যবাহী একটি রুশ জাহাজ আটক করেছে তুরস্ক। রাশিয়া তাদের শস্য চুরি করে নিয়েছে- ইউক্রেনের এমন অভিযোগের প্রেক্ষাপটে জাহাজটি আটক করা হয়েছে বলে তুরস্কে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত রোববার জানিয়েছেন।
রাষ্ট্রদূত ভ্যাসিল বনদার ইউক্রেনের জাতীয় টেলিভিশনে বলেন, 'আমরা পূর্ণ সহযোগিতা পেয়েছি। জাহাজটি বর্তমানে বন্দরের মুখে রয়েছে। তুরস্কের কাস্টম কর্তৃপক্ষ জাহাজটি আটক করেছে।'
তিনি বলেন, তদন্তকারীদের বৈঠকের মাধ্যমে জাহাজটির ভাগ্য নির্ধারিত হবে।
ইউক্রেনের কর্মকর্তারা দাবি করেন, ঝাবেক ঝোলি নামের জাহাজটি রুশ দখল করা বার্ডিনস্ক বন্দর থেকে ইউক্রেনের শস্য নিয়ে এসেছে।
তারা জানান, জাহাজটিতে সাড়ে চার হাজার টন শস্য ছিল।
ইউক্রেনের রাষ্ট্রদূত বলেন, তুর্কি ক্রেতারা এই শস্য কিনেছিল। এরপর তুরস্ক জানায়, তারা বিষয়টি খতিয়ে দেখবে। সূত্র : ডেইলি সাবাহ
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।