Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

বার্সেলোনা মেসি নির্ভর নয়!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : আগেও বেশ ক’বার দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসিকে ছাড়া খেলতে নেমে বিপদে পড়েছে বার্সেলোনা। গত শনিবার লা লিগায় নিজেদের ঘরের মাঠ ক্যাম্প ন্যু’তেই মেসিকে ছাড়া খেলতে নেমে দুর্বল মালাগার বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল বার্সেলোনা। এর পর গত বুধবার মাঠে ফিরে জোড়া গোল করে চ্যাম্পিয়ন্স লিগের গ্রæপ পর্বে সেল্টিকের বিপক্ষে কাতালান ক্লাবটিকে ২-০ ব্যবধানের জয় এনে দেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। আর তাতে ‘বার্সেলোনা অতিমাত্রায় মেসি নির্ভার’ বলে রব উঠেছে আবারও। ম্যাচটি শেষে যেমন সেল্টিক কোচও বলেছিলেন, ‘মেসি তাদের দলে থাকলে বার্সাকে তারাই হারাত’। তবে আর্জেন্টিনার তারকা এই ফরোয়ার্ড এমন গাল-গপ্পো উড়িয়ে দিয়েছেন। গেলপরশু বার্সেলোনায় এক অনুষ্ঠানে মেসি বলেন, ‘বার্সা মেসি-নির্ভর আলোচনাটি আমি প্রশংসা বা উদ্বেগ হিসেবে বিবেচনা করি না কারণ, বিষয়টা তা নয়। আমি বিশ্বের সেরা দলে আছি, যারা একজন খেলোয়াড়ের উপর নির্ভর করে না।’
সেল্টিকের বিপক্ষে জোড়া গোল নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে চলতি মৌসুমে ৪ ম্যাচে ৯ গোল হলো মেসির। এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতাও তিনিই। লা লিগায় বার্সেলোনা আগামীকাল খেলবে তাদের পরের ম্যাচটি রিয়াল সোসিয়েদাদের মাঠে। এই মাঠে ২০০৭ সাল থেকে কোনো জয় পায়নি কাতালান দলটি। এবারও কঠিন একটি ম্যাচই হবে বলে মনে করেন মেসি, ‘আনোয়েতা কঠিন একটি মাঠ, যেখানে আমরা কয়েক বছর জিতিনি। তারা (সোসিয়েদাদ) সব সময়ই সেখানে আমাদের জন্য বিষয়গুলো কঠিন করে দেয় আর এটা কঠিন একটি ম্যাচ হবে। এখন ফুটবলে গোছানো হওয়াটা গুরুত্বপূর্ণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সুসংগঠিত একটা দল থাকা।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ