Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

কটিয়াদীতে শিক্ষক হত্যা ও নিপীড়নের প্রতিবাদ

কটিয়াদী (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০২২, ১২:০৩ এএম

ঢাকার আশুলিয়ায় ছাত্রের নির্মম প্রহারে শিক্ষকের মৃত্যুসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষকদের উপর নির্যাতনের প্রতিবাদে কিশোরগঞ্জের কটিয়াদী সরকারি কলেজের উদ্যোগে এক প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গত রোববার বিকালে কলেজ গেট সংলগ্ন রাস্তায় ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুরুল ইসলাম, সহকারী অধ্যাপক ছিদ্দিকুর রহমান, হারুন অর রশিদ, আশরাফুজ্জামান মুকুল, আব্দুল্øাহ আল মামুন প্রমুখ। মানববন্ধনে কটিয়াদী সরকারি কলেজের শিক্ষক, ডা. আবদুল মান্নান মহিলা কলেজের শিক্ষক ও কটিয়াদী সরকারি স্কুলের শিক্ষকগণ অংশগ্রহণ করেন। বক্তগণ হত্যা ও নির্যাতনকারীদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কটিয়াদীতে শিক্ষক হত্যা ও নিপীড়নের প্রতিবাদ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ