Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সাতক্ষীরার আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মৎস্য ঘের কর্মচারী ও ভ্যান চালকের মৃত্যু

সাতক্ষীরা জেলা সংবাদদতা | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০২২, ৪:৫০ পিএম

সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের মাড়িয়ালা মৎস্য ঘেরের বাসায় বিদ্যুৎস্পৃষ্টে ঘের কর্মচারী ও ভ্যান চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ জুলাই) বিকাল ৩ টার দিকে মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন মোফাজ্জল হোসেনের ঘেরের বাসায় এ দূর্ঘটনা ঘটে। ঘের মালিকের বাড়ি সাতক্ষীরা সদরে।

নিহতরা হলেন ঘেরের মুহুরী শোভনালী ইউনিয়নের বৈকরঝুটি গ্রামের আলহাজ্ব গফুর আলী সরদারের পুত্র শামীম হোসেন(৩৭), অন্যজন আশাশুনি সদর ইউনিয়নের শ্রীকলস গ্রামের অজিয়ার গাজীর পুত্র আলম গাজী(২৫)। ঘেরের অন্য কর্মচারী সূত্রে জানা গেছে, দুপুরে গোসল সেরে কাপড় নাড়তে গিয়ে পাশে ঝুলে থাকা বৈদ্যুতিক আউট লাইনের ঢিলা তারে হাত লেগে ঘেরের মুহুরি শামীম হোসেনকে ধরে ফেলে। তাকে বাঁচাতে গিয়ে ঘেরের বাসায় থাকা ভ্যানচালক আলম গাজীও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেন। এসময় ঘেরের বাসায় থাকা অন্য কর্মচারীদের ডাক চিৎকারে স্থানীয়রা এসে আশাশুনি ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের লোকজন এসে তাদেরকে মৃত উদ্ধার করেন।
আশাশুনি থানার ওসি মইনুল ইসলাম পিপিএম বিষয়টি নিশ্চিত করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ