Inqilab Logo

বৃহস্পিতবার, ১৮ আগস্ট ২০২২, ০৩ ভাদ্র ১৪২৯, ১৯ মুহাররম ১৪৪৪

শিক্ষক হত্যা-নির্যাতনের প্রতিবাদে ফুলপুরে মানববন্ধন

ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ জুলাই, ২০২২, ১২:০৫ এএম

ঢাকার সাভারের হাজী ইউনুছ আলী স্কুল এন্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকার হত্যা ও সারা দেশে শিক্ষক নির্যাতনের প্রতিবাদে এবং সকল শ্রেণি বৈষম্য দূর করে মাধ্যমিক শিক্ষা জাতীয় করণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ফুলপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি। গত সোমবার সকালে ফুলপুরে ভাষা সৈনিক এম শামছুল হক চত্বরে মহাসড়কের পাশে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, ফুলপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফুলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরমুজ আলী চৌধুরী, পয়ারী গোকূলচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইয়ূব আলী খোকন, সিনিয়র শিক্ষক নাহিদ নিগার সুলতানা, কামাল হোসেন, জহুরা খাতুন, রিক্তাদত্ত, যোবায়ের হোসেন প্রমুখ। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন